খেলাধুলা

হংকংয়ের বিপক্ষে শুরুতেই সাফল্য বাংলাদেশের

হংকংয়ের বিপক্ষে শুরুতেই সাফল্য বাংলাদেশের


এশিয়া কাপের মিশন হংকংকে দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয় প্রয়োজন হংকংয়ের, তবে ব্যাট হাতে তাদের শুরুটা একেবারেই সুখকর হয়নি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুই ব্যাটারকে ফিরিয়েছে বাংলাদেশের বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট ওভারে দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে হংকং। ক্রিজে আছেন জিসান আলী ৮ ও নিজাকাত খান ৪ রানে।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। সিদ্ধান্তটা কাজে লাগাতে দেরি করেননি তাসকিন আহমেদ। নিজের প্রথম ওভারেই হংকং ওপেনার অংশুমান রাথকে লিটন দাসের গ্লাভসে ক্যাচ করান তিনি। রাথ ফেরেন মাত্র ৪ রানে।

এরপর কিছুটা সামলে নিতে চেষ্টা করে হংকং। তবে পঞ্চম ওভারেই আবার ধাক্কা খায় তারা। বল হাতে ঝলক দেখান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৪ রান করা বাবর হায়াত। একপ্রান্ত সামলে নিয়ে এখন এগিয়ে নিতে চেষ্টা করছেন জিসান ও নিজাকাত।

টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশ দল ছিল বেশ প্রস্তুত। ঢাকা ও সিলেটে দু’দফায় ক্যাম্প করেছে তারা। পাওয়ার হিটিং নিয়ে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন লিটন-হৃদয়রা। তাছাড়া টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা নেমেছে এশিয়া কাপে। এবার মাঠে সেই প্রস্তুতির ফল দেখানোর অপেক্ষা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।