প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবিকে সমর্থন জানিয়েছে কুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয়।
আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে নামাজের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকেই কুয়েটের অ্যালামনাই (সাবেক শিক্ষার্থীরা) ওই সমাবেশে অংশগ্রহণ করবেন। কুয়েটের বিভিন্ন ক্লাব থেকে শিক্ষার্থীরা একত্রে সমাবেশে যাতায়াতের জন্য ব্যবস্থাও নিচ্ছেন। এদিকে, মহাসমাবেশ আয়োজনে অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও সমাবেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিন্ত করবে বলে জানানো হয়েছে।
কুয়েট শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই মহাসমাবেশে যোগ দেবে- খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ খুলনার সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাতুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য তিন দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের আমি এখনো আমাদের দাবি আদায় হয়নি এরই প্রেক্ষিতে খুলনায় বিভাগীয় সমাবেশের আয়োজন করছি।
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো :
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি ধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।