বিনোদন

বন্ধুরা বলেছে, এই কণ্ঠস্বর নিয়ে তুই আর অভিনয় করিস না : মৌ

বন্ধুরা বলেছে, এই কণ্ঠস্বর নিয়ে তুই আর অভিনয় করিস না : মৌ


দেশের শীর্ষ মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিচ্ছেন। মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর সপ্তম পর্বে (১৩ সেপ্টেম্বর) শনিবার রাত ৯টায় প্রচারিত হবে।

এ অনুষ্ঠানে মৌ জানিয়েছেন অনেক অজানা অভিজ্ঞতা। অভিনয়ে ৩০ বছর পূর্ণ হলেও কেন তিনি এ মাধ্যমে সেভাবে স্বীকৃতি পাননি, সেই কথাও উঠে এসেছে আড্ডায়। পাশাপাশি নব্বই দশকের মডেলিং সার্কেল, সহশিল্পী নোবেলের সঙ্গে বন্ধুত্ব ও মুম্বাইয়ের শুটিং স্মৃতিও শেয়ার করেছেন।

মৌ বলেন, ‘শুরুতে আমি অভিনয়ই করতে চাইনি। আগ্রহ পাইনি। এমনকি প্রথম নাটক প্রচারের পর আমার বন্ধুরাই বলেছে, এই কণ্ঠস্বর নিয়ে তুই আর অভিনয় করিস না। এটা স্বীকার করতে দ্বিধা নেই, মডেলিং আর নাচে আমি যতটা সময় দিয়েছি, অভিনয়ে ততটা দিইনি।’

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।