বিশ্ব

জমি কেনার সুবিধা উন্মোচন করল সৌদি আরব, আবেদনের শেষ তারিখ যেদিন  

জমি কেনার সুবিধা উন্মোচন করল সৌদি আরব, আবেদনের শেষ তারিখ যেদিন  


সৌদি আরবের রাজধানী রিয়াদে বাসিন্দাদের জমি ক্রয়ের জন্য রিয়েল স্টেট ব্যালেন্স প্লাটফর্ম উন্মোচন করেছে রিয়াদ সিটির দ্য রয়েল কমিশন। চলতি বছরের শুরুতে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জমি ক্রয় সংক্রান্ত এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। যাতে বাসিন্দারা সুলভ মূল্যে জমি ক্রয় করতে পারেন। খবর আরব নিউজ

রয়েল কমিশন (আরসিআরসি) জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ করা হবে। যার প্রতি স্কয়ার মিটারের দাম হবে ১৫০০ রিয়াল বা ৪০০ ডলার।

জমি ক্রয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদির নাগরিক হতে হবে এবং বিবাহিত থাকতে হবে অথবা বয়স অন্তত ২৫ বছর হতে হবে। এ ছাড়া রিয়াদে অন্তত তিন বছর বসবাস করতে হবে এবং অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের মধ্যে থেকে যাদের বাছাই করা হবে তাদের জমি দেওয়া হবে এবং এর ওপর ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। এ ছাড়া এ সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা পরিবর্তন করা যাবে না। তবে নির্মাণকাজে অর্থের জন্য জমি বন্ধক রাখা যাবে।

কমিশন জানিয়েছে, আবেদন করলেই যে জমি দেওয়া সম্ভব হবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আবেদনের জন্য তাদের প্রকৃত প্ল্যাটফর্ম হলো (tawazoun.rcrc.gov.sa)। এর বাইরে তাদের কোনো প্রতিনিধি নেই।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।