বিনোদন

প্রকাশ পেল জ্যোতির নতুন গান ‘শ্যাম বন্ধুরে’

প্রকাশ পেল জ্যোতির নতুন গান ‘শ্যাম বন্ধুরে’


প্রকাশ পেল এ প্রজন্মের নবীন কণ্ঠশিল্পী আর এ জ্যোতির নতুন গান ‘শ্যাম বন্ধুরে’।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ গানটি প্রকাশ পায় আই কে মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল-এ।
গানটি লিখেছেন মুনসুর সানি, সুর করেছেন মাসুদ টুটুল এবং সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ।

গানটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘গীতিকার মুনসুর সানি ভাই এ রকম একটি গান আমাকে দিয়েছেন, আর মাসুদ টুটুল ভাই এতো সুন্দর সুর করেছেন, যেটা গাইতে গিয়ে আমি নিজেই উপভোগ করেছি অনেক। সংগীত পরিচালক সম্রাট আহমেদ ভাইয়া খুব সুন্দর মিউজিক করেছেন। সবাই আমাকে একটা দারুণ কম্ফোর্ট জোন দিয়েছেন গানটির গাওয়ার ক্ষেত্রে।’

তিনি আরও বলেন, কোনো বাধা ছিল না বলে আমি আমার নিজস্বতা নিয়ে গানটি গাইতে পেরেছি। এ গানটি নিয়ে আমি ছাড়াও গানের সাথে সংশ্লিষ্ট সবাই খুব আশাবাদী। তাই আশা করছি দর্শক-শ্রোতাদেরও পছন্দ হবে।

এ গানের ভিডিও নির্মাণ করেছেন এম এইচ মুন্না।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।