সারাদেশ

ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়ার জন্য আমরা গর্বিত : মিন্টু

ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়ার জন্য আমরা গর্বিত : মিন্টু


বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ফেনীর সন্তান হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার জন্যই আমরা ফেনীবাসী গর্ববোধ করি। বেগম খালেদা জিয়ার জন্যই ফেনী কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিন্টু বলেন, শিক্ষা জীবন অনেক গুরুত্বপূর্ণ। এ সময়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। এ ক্ষেত্রে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মাকে দায়িত্ব পালন করতে হবে। সমাজের সবাই মিলে সামাজিক পরিবর্তন আনতে হবে। সামাজিক সব বৈষম্য দূর করে মেধার বিকাশ ঘটাতে হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে ও আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঞা রানা, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।