সারাদেশ

‘নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য স্বার্থন্বেষী গোষ্ঠী প্রচেষ্টা অব্যাহত রেখেছে’

‘নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য স্বার্থন্বেষী গোষ্ঠী প্রচেষ্টা অব্যাহত রেখেছে’


নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের উপজেলা, পৌর বিএনপি ও গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

জাহিদ হোসেন বলেন, আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনি জিততে চান তাহলে আপনার কর্মী বাহিনী দরকার। কোনো অবস্থাতেই ভাববার কারণ নেই, স্বৈরাচারের দোসর পালিয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দোসর আপনার আমার ভেতরেই আছে। তারা কিন্তু ওৎ পেতে আছে। কোনো অবস্থাতেই ভাববেন না আপনি খুব শক্তিশালী মানুষ। মনে রাখবেন শক্তিশালী মহান রাব্বুল আল আমিন আর জনগণ। জনগণকে সুসংগঠিত করবেন এবং সঙ্গে নিবেন। ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ করবেন, তাহলেই ধানের শীষ জয়যুক্ত হবে। কিন্তু যদি আপনারা জনগণকে ঐক্যবদ্ধ না করেন তাহলে মনে রাখবেন কয়েক হাজার কর্মী বাহিনী দিয়ে আগামীর যুদ্ধে জয়যুক্ত হওয়া যাবে না।

তিনি বলেন, আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠীর এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোনো অবস্থাতেই তাদের জয়যুক্ত হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার। গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।