ঘুনে ধরা শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন রাব্বানী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর থেকে আশুলিয়া বাজার বড় মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস আশুলিয়া ইউনিয়ন আয়োজিত দাওয়াতি মজলিস ও মজলিসের শুরার অধিবেশনে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ৫৪ বছরে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী বাংলাদেশকে লুটপাট করেছে, মাদক ব্যবসা করেছে ও জনগণের জীবনকে দূর্বিষহ করে তুলেছে। তারা তরুণ সমাজকে লাঠিয়াল বানিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং এই দুর্নীতিবাজ শাসক গোষ্ঠীকে হটিয়ে ঘুনে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে।
আশুলিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান আজমীর সভাপতিত্বে ও জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি নাজমুল ইসলাম শাকিলের সঞ্চালনায় উক্ত মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি সুলতান মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাওসার হুসাইন, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইন, থানা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাদেক হুসাইন, আশুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।