বিশ্ব

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন


মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাসের পরিচালিত একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগে ৩৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সেলাঙ্গরের দমকল বিভাগের পরিচালক মো. রাজালি ইসমাইল রয়টার্সকে জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের মাত্রা ভয়াবহ। নেভানোর চেষ্টা চলছে।

পাইপলাইনের আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চলছে। সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু তাতেও আগুন নেভেনি।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, ভয়াবহ আগুনে কুণ্ডলী যেন আকাশ ছুঁয়েছে। বিশাল কমলা রঙের শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে।

পুচং শহরে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের সেই বাল্ব বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। লিকেজ হওয়া জ্বলন্ত গ্যাস বাতাসের সংস্পর্শে দ্রুত বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।