সারাদেশ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াত প্রার্থীকে বিজয়ী করবে : শাহজাহান চৌধুরী

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াত প্রার্থীকে বিজয়ী করবে : শাহজাহান চৌধুরী


জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রাম-১১ আসনের জনগণ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী।

শুক্রবার (০৪ এপ্রিল) নগরীর একটি কমিউনিটি সেন্টারে বন্দর থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, অতীতের ফ্যাসিবাদীরা দেশের সব সেক্টরকে ধ্বংস করেছে। এ সময় চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলম ভাইকে বিজয়ী করার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ ও দাওয়াত পৌঁছিয়ে সমাজ সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আহ্বান জানান তিনি।

বন্দর থানা আমির মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শফিউল আলম, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, ৩৬ গোসাইলডাঙ্গা প্রশাসনিক ওয়ার্ড আমির জাকের হোসেন, ৩৭ মুনিরনগর প্রশাসনিক ওয়ার্ড আমির আহমেদ ফিরোজ, আবদুল আলীম, কামরুল হাসান, জিএম কামরুজ্জামান, শামসুল আলম, জাহেদ হোসেন প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।