সারাদেশ

অটোরিকশাচাপায় মায়ের সামনে প্রাণ গেল সন্তানের

অটোরিকশাচাপায় মায়ের সামনে প্রাণ গেল সন্তানের


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় স্বমৃধা রায় ময়ূরাক্ষী নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টঙ্গীবাড়ী যমুনা ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বমৃধা রায় উপজেলার টঙ্গীবাড়ী ঘোষ বাড়ির মহানন্দন রায়ের মেয়ে এবং টঙ্গীবাড়ী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, শিশুটি মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অটোরিকশাচালক পলাতক রয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।