সারাদেশ

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ


সিরাজগঞ্জের তাড়াশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে এক শিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) তিনজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নৃত্য শিল্পী।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বৃহস্পতিবার শেরপুরের সদর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে উপজেলার রানীরহাট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় তাকে ধর্ষণ করেন শেরপুরের বাসিন্দা মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ ৪ থেকে ৫ জন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান কালবেলাকে বলেন, গ্রেপ্তার রফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।