দিনাজপুরে অপহরণের পর পিটিয়ে হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) পূজা উদযাপন পরিষদের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উত্তম কুমার বলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৪নং সহ-সভাপতি ভবেশ চন্দ্র রায়কে (৫২) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেৎ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা বৃহৎ কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, সারা বাংলাদেশে শুধু ভবেশ চন্দ্র নয়, বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। বিবৃতিতে তিনি চট্টগ্রামে স্কুলশিক্ষক শ্রী কান্তিলাল আচার্য্যকে জোর পূর্ব পদত্যাগে বাধ্য করা, মানিকগঞ্জে শিবালয় উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রথিন সাহাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় সংখ্যা লঘু ও ধর্মীয় নেতাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।