সারাদেশ

অবৈধপথে আসা ভারতীয় ১২ গরু আটক

অবৈধপথে আসা ভারতীয় ১২ গরু আটক


সুনামগঞ্জে সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (২৪ মে) রাতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা থেকে ১০টি ও বাংলাবাহার ইউনিয়নের জুমগাঁও হতে দুটি গরু আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর রয়েছে। যে কোনোভাবে চোরাচালান প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে অবৈধভাবে গরু আসার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।