সারাদেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা


কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ-প্রতিরোধের ঘটনায় কক্সবাজার সদর থানায় আরও একটি মামলা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এ মামলা দায়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আবদুল ওয়াকিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান। তিনি জানান, এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনির উদ্দিনকে এক নম্বর আসামি করে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছ— উন্নয়ন ইন্টারন্যাশনালের মালিক আতিকুল ইসলাম (সিআইপি আতিক), জেলা আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক চেয়ারম্যানসহ ২৯ জন।

শুক্রবার অভিযানের পঞ্চম দিন সকাল ৯টার কিছু পর থেকে শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের হাজারো বাসিন্দা শহরের গুনগাছতলায় বিমানবন্দর সড়কের অভিমুখে জড়ো হতে থাকেন।

সকাল ১০টার দিকে ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকতাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বেলা ১১টায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। এ ঘটনার জেরে রোববার মামলাটি রুজু হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।