সারাদেশ

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : এ্যানি

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : এ্যানি


লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। জনগনের রায় নিয়ে সরকার গঠন করবে।’

রোববার (২৫ মে) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১নং নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন। জেলে ছিলেন। লড়াই করেছেন, অসুস্থ হয়ে মাসের পর মাস হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তবুও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও ন্যায়ের সংগ্রামে অবিচল রয়েছে।’

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশেদুল হাসান লিংকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, ফয়েজুল্লাহ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন ও সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার পরিবর্তনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি তৃণমূল থেকে সুসংগঠিত হচ্ছে। প্রতিটি স্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।