সারাদেশ

‘আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল’

‘আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল’


নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা দিনমজুর টিটন মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় তার একমাত্র ঘর, মালামাল ও গোয়ালঘর।

বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

টিটন মিয়া মৃত খুরশিদ মিয়ার ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চারজনের সংসার চলে তার দিনমজুরির টাকায়। এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।

টিটন মিয়া বলেন, এই আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল। এই আগুনে আমার প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসা ছাড়া উপায় নাই।

কেন্দুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) লিডার মোহাম্মদ আলী কালবেলাকে জানান, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা রওনা দেই। আমরা পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর থেকে পরিবারটি মানবেতর অবস্থায় রয়েছে। আশ্রয় ও সহায়তার আশায় পরিবারটি তাকিয়ে আছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের হৃদয়বানদের দিকে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।