সারাদেশ

আজীবন জনকল্যাণে নিয়োজিত থেকেছেন আবদুল্লাহ আল নোমান : এমরান সালেহ

আজীবন জনকল্যাণে নিয়োজিত থেকেছেন আবদুল্লাহ আল নোমান : এমরান সালেহ


আজীবন জনকল্যাণে নিয়জিত থেকে আবদুল্লাহ আল নোমান অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে চট্রগ্রামে মরহুম আবদুল্লাহ আল নোমানের চেহলাম উপলক্ষে পারিবারিক উদ্যোগে অয়োজিত দোয়া ও মেজবান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রিন্স বলেন, দলের প্রয়াত ভাইস চেয়ারম্যন আবদুল্লাহ আল নোমান একজন স্বভাবজাত রাজনীতিবিদ হিসেবে তার উত্থান জনকল্যাণে সহায়ক ভূমিকা পালন করেছে। ঘণ্টার পর ঘণ্টা বললেও আবদুল্লাহ আল নোমান সম্পর্কে বলা শেষ হবে না। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই রাজনীতিবিদ দেশ গঠনে ও আন্দোলন সংগ্রামে ইতিহাসের বাঁকে বাঁকে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। যে কারণে বীর চট্টলার জনগণ বরেণ্য এই রাজনীতিবিদকে হৃদয়ে ধারণ করেছে। তিনি সবার প্রতি বরেণ্য এই রাজনীতিবিদকে অনুসরণ করার আহ্বান জানান ।

কিং অব চিটাগং কনভেনশন হলে মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইয়েদ আল নোমাম তূর্য্যর পরিচালনায় এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যন মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ার পারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকার, মেয়র শাহাদত হোসেন, লায়ন আসলাম চৌধুরী, সরওয়ার জামাল নিজাম, এম নজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সরকারি ও বেসরকারি কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।