সারাদেশ

আদালতে চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

আদালতে চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী


চট্টগ্রামে পুলিশের উদ্ধার করা তিনটি চোরাই গরু আদালতে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তার মধ্যে দুটি গাভি ও একটি বাছুর রয়েছে।

শুক্রবার (১৬ মে) বিষয়টি জানাজানি হয়। আদালতের আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম গরু তিনটি কিনেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গরু তিনটির মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা। ভ্যাট-আয়কর মিলে তাকে পরিশোধ করতে হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। পরে গরু তিনটি আইনজীবী ফরহাদুলের গ্রামের বাড়ি ফটিকছড়ি নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে দুটি গাভি ও একটি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।

এর আগে, গত ১২ মে এ সংক্রান্ত পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।

আইনজীবী ফরহাদুল আলম জানান, আকবরশাহ থানা পুলিশ গত ৮ এপ্রিল চোরাই গরু তিনটি উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত নিলামে গরু তিনটি কিনে নিয়েছেন এই আইনজীবী।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল আকবরশাহ থানা এলাকা থেকে চোরাই গরুগুলো উদ্ধার করে পুলিশ। সেই থেকে গরু তিনটি আকবরশাহ থানা পুলিশের জিম্মায় ছিল। নিলাম উপলক্ষে গরুগুলো আদালতে তোলা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।