সারাদেশ

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কালবেলার সুমন

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কালবেলার সুমন


রাশিয়ার অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় খেলাধুলা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের আলোকচিত্র শিল্পী মোহাম্মদ সুমন। ‘Youngsters of Chittagong are taking part in on piles of grime’ শিরোনামের ছবির জন্য তিনি এ স্বীকৃতি লাভ করেন। একই প্রতিযোগিতায় তার আরেকটি ছবি ‘Praying within the Area’ অনারেবল মেনশন অর্জন করে।

সম্প্রতি ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা পুরস্কারটি সুমনের হাতে তুলে দেন। মোহাম্মদ সুমন একযুগের বেশি সময় ধরে ফটোসাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত আছেন।

পুরস্কার হাতে পেয়ে মোহাম্মদ সুমন বলেন, এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। আন্তর্জাতিক স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণার। আমি কৃতজ্ঞ আমার সহকর্মী, সিনিয়র ও পাঠকদের প্রতি। যারা শুরু থেকেই পাশে ছিলেন। এ পুরস্কার চট্টগ্রামের প্রতিটি মানুষ ও তাদের গল্পের প্রতি আমার দায়বদ্ধতার প্রতিফলন।

দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, সুমন একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও মানবিক দৃষ্টিভঙ্গির ফটোসাংবাদিক। তার অর্জনে আমরা গর্বিত। চট্টগ্রামের প্রতিচ্ছবি তিনি বিশ্বমঞ্চে যেভাবে উপস্থাপন করেছেন, তা প্রশংসার যোগ্য।

রুশ বার্তা সংস্থা Rossiya Segodnya আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারে ৩৬টি দেশের ৫৫৭ জন আলোকচিত্র শিল্পী অংশ নেন। জমা পড়ে দুই হাজারের বেশি ছবি। সেখান থেকে ১০টি দেশের ৩২ জনের কাজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।