সারাদেশ

আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুট, আটক ৪

আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুট, আটক ৪


চট্টগ্রাম নগরীতে আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে শাহ আলম নামে ওই ব্যবসায়ীর এক কর্মচারীকে কুপিয়ে আহত করা হয়।

পরে পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা তাদেরও কোপানোর চেষ্টা করে ও গুলি ছোড়ে। তবে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে এক দুর্বৃত্তকে ধরে ফেলে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার শিকার রফিক আহমদ আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানের মালিক। আহত কর্মচারী মো. শাহ আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, সকালে নগদ ২০ লাখ টাকা নিয়ে নগরীর কাজীরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান রফিক আহমদ। তিনি ও শাহ আলম মিলে প্রতিষ্ঠানের গেট খোলার সময় একদল দুর্বৃত্ত এসে রফিকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে শাহ আলমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মীদের ভাষ্য, নগরের কাজীরহাট এলাকায় আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্যের পরিবেশক রফিক আহমদ। মঙ্গলবার সকালে রফিক স্টোর নামের নিজের প্রতিষ্ঠান খুলতে যান রফিক আহমদ ও তার কর্মচারীরা। এ সময় ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। দোকানের এক কর্মচারী ছিনতাইকারীদের ধরতে গেলে তাকে কোপানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের দরজা খোলার সময় রফিক আহমদ টাকার ব্যাগ নিচে রেখেছিলেন। তখন তিন-চারজনের একটি দল ব্যাগটি নেওয়ার চেষ্টা করলে কর্মচারী বাধা দেন। তখন তাকে কুপিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালাতে থাকে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পালানোর সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং গুলি ছোড়ে। তবে কেউ আহত হয়নি। স্থানীয়দের সহায়তায় একজনকে ধরা সম্ভব হয়েছে। পরে আরও তিনজনকে আটক করা হয়েছে। রাতের মধ্যেই ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করে টাকা উদ্ধারের অভিযান চলমান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।