নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের খুঁজিউড়া এলাকার ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরী বেগমের জীবন কাটছিল একটুখানি ঝুপড়িতে। চারপাশের দেয়ালে আর মাথার উপরে দুঃখের ছাউনি কম্বল, বর্ষার দিনে ঘরের ভেতরেই ঢুকে পড়ত আকাশের পানি। নিরাপদ থাকার মতো কোনো আশ্রয় ছিল না। আপনজন ছিলেন না, ভরসার কাঁধও নেই; কেবল প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে বেঁচে ছিলেন তিনি।
অবশেষে তার জীবন সংগ্রামে আশার আলো জ্বালালো একটি ঘর। শুক্কুরী বেগমকে নতুন ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে খুশিতে ভরে উঠেছেন শুক্কুরী বেগম। কৃতজ্ঞতার অনুভূতিটি ছিল অসীম ও হৃদয়ছোঁয়া। শুক্কুরী বেগম বলেন, আমি খুশি আছি, আমি দোয়া করি আল্লাহ আমার মাথার যতগুলা চুল আছে তারারে বাঁচাইয়া রাখুক। আল্লাহ তারারে শান্তিতে রাখুক।
শুক্কুরী বেগমের মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় খুশিতে ভরে উঠেছে এলাকাবাসীর মন। জয়নাল মিয়া বলেন, এতদিন আমরা দেখেছি তিনি কষ্টের জীবনযাপন করেছেন, যা আমাদেরও খারাপ লাগতো। আজ নতুন ঘর পেয়েছে তার খুশিতে আজ আমরাও অনেক খুশি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এমন মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতি আমাদের আনন্দিত করছে।
এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বামী ও সন্তানহারা, সহায়-সম্বলহীন ৭০ বছর বয়সী শুক্কুরী বেগমকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। একমাত্র ছোট নাতিকে নিয়ে থাকার কোনো নিরাপদ স্থান ছিল না শুক্কুরী বেগমের। সেই শূন্যতা পূরণের উদ্দেশে এই ঘরটি নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটু উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সফলতা। আমাদের দলের পক্ষ থেকে এই প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
Source link