সারাদেশ

আশুলিয়ায় যুবদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

আশুলিয়ায় যুবদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এই ৩১ দফার কোনো বিকল্প নেই।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, মোস্তফা কামাল সরদার, আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, আব্দুল মান্নান, আমিনুর রশিদ তুহিন এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী।

আলোচনা শেষে নেতাকর্মীরা স্থানীয় জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা ৩১ দফা বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।