সারাদেশ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার


সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার বুড়িরবাজার খানাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা।

গ্রেপ্তার মাজহারুল ইসলাম খান ঢাকার আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বাসিন্দা এবং মৃত আমিনুল ইসলাম খানের ছেলে।

এসআই মদন চন্দ্র সাহা জানান, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া মিজানুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মাজহারুল ইসলাম খান এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।