সারাদেশ

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 


সাভারের আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এ সময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১৫ মিনিট ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন পাথালিয়া ইউনিয়নের বাসিন্দারা।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় খেজুরটেক এলাকার মজিবর ও সৈকত চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বলেন, মজিবর ও সৈকত এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও অদৃশ্য কারণে ছাড়া পেয়ে আবারও মাদক কারবারে যুক্ত হয়েছে। এদের দৌরাত্ম্যে এলাকার উঠতি বয়সী ছেলেপেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই আমরা এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমেছি অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি পালন করবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।