আশুলিয়ায় চলন্ত যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বদরুল আলম ও হৃদয় মিয়া। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে বদরুল ও হৃদয়কে মৃত ঘোষণা করা হয়। আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এ সময় ৮-১০ জন যাত্রী নিয়ে একটি লেগুনা বাইপাইলের দিকে যাচ্ছিল। হঠাৎ করে যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে যায়। এতে অন্তত পাঁচ-ছয়জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’