আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবাসিক জমিতে ভবন থাকলেও তা উল্লেখ না করে দলিল রেজিস্ট্রি, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তারা জমিতে স্থায়ী ভবন থাকা সত্ত্বেও তা গোপন রেখে দলিল রেজিস্ট্রি করার প্রমাণ মেলে।
এছাড়াও বিভিন্ন ফি-এর নামে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের সত্যতাও মিলেছে।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে আমাদের নজরে আসে। আজকের অভিযানে আমরা এসব অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়েছি।’
তিনি বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’