সারাদেশ

আহতদের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের নার্সরা

আহতদের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের নার্সরা


গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলায় আহতদের সেবা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের ১০০ নার্স। এজন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দেন।

নার্সিং কর্মকর্তারা জানান, ‘সিলেট বিভাগের ১০০ নার্স-কর্মকর্তা ও শিক্ষার্থী আহতদের সেবা দিতে ফিলিস্তিন যেতে আগ্রহী। তারা গাজাতে আহতদের বিনামূল্যে সেবা দিতে চান।’

তারা বলেন, ‘গাজায় মানবতা বিপন্ন। মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। এ অবস্থায় মানুষ হিসেবেই নার্সরা এ উদ্যোগে নিয়েছেন।’

নার্সিং কর্মকর্তারা বলেন, গাজায় মানবতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। দখলদার ইসরায়েলিদের হামলায় গাজার নারী ও শিশুসহ সববয়সী মানুষ হতাহত হচ্ছেন। আহতরা চিকিৎসা সংকটে আছেন। এ অবস্থায় সিলেটের নার্সরা মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজায় গিয়ে সেবা দিতে চান। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারি সহযোগিতার জন্য অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গাজায় তাদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান শিক্ষার্থীরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।