সারাদেশ

আ.লীগের মিছিলে গিয়ে খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার

আ.লীগের মিছিলে গিয়ে খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার


আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স কর্মকর্তা রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। পরে নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রোববার (২০ এপ্রিল) সকালে খুলনা জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন রবি। সিটি করপোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন তিনি। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।

রোববার খুলনায় আলাদা ৪টি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এসব ঘটনায় ৩টি মামলায় এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।