আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কঞ্জারভেন্সি অফিসার শামীমুর রহমান শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) এক অফিস আদেশে শামীমকে সাময়িক বরখাস্ত করেছে খুলনা সিটি করপোরেশন। গ্রেপ্তার শামীমুর রহমান লবণচরা থানার মোক্তার হোসেন সড়ক এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
কেসিসির সচিব শরীফ আসিফ রহমানের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় কেসিসির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত করা হলো।
অফিস আদেশে উল্লেখ করা হয়, খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯৩-এর ৪৪(৪) বিধি অনুসারে তাকে ওয়ারেন্ট ইন্সপেক্টর পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হলো।
এর আগে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় সোমবার খুলনা নগর ভবনের কর আদায় শাখার নিম্নমান সহকারী রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (২০ এপ্রিল) সকালে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেন রবি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।