সারাদেশ

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি


খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ের অভিযোগ ওঠার পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) উপপরিচালক গোলাম কিবরিয়াকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিপিপির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদিন স্বাক্ষরিত স্মারকে তাকে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়।

জানা গেছে, সিপিপির খুলনার উপপরিচালক মো. গোলাম কিবরিয়া উপজেলা প্রশাসনসহ কাউকে না জানিয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন বালিকা বিদ্যালয়ে সিপিপির সভার আয়োজন করে। সিপিপির আড়ালে আওয়ামী লীগকে পুর্নবাসন এবং আওয়ামী লীগের আমলে করা ওই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকায় স্থানীয় জনগণ বিষয়টি জানতে পেরে উপপরিচালককে অবরুদ্ধ করে রাখে। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে।

পরে স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান।

এ বিষয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) কালবেলা অনলাইনে ‘কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপপরিচালক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সিপিপির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল আবেদীন বলেন, সিপিপির খুলনার উপপরিচালক গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে তাকে বদলি করা হয়েছে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী সরকারের আমলে একতরফাভাবে কয়রায় সিপিপির কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন কমিটি পুনর্গঠন না করে সম্প্রতি ওই কমিটির অনুকূলে সেফটি সামগ্রী বিতরণ করায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন অবস্থায় কাউকে না জানিয়ে অনেকটা চুপিসারে উপপরিচালক ছুটির দিনে বিতর্কিত ওই কমিটির নেতাকর্মীদের নিয়ে সভা করা অবস্থায় জনগণ তাকে অবরুদ্ধ করে। এ ছাড়া তার বিরুদ্ধে না করেও সভা দেখিয়ে টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।