সারাদেশ

ইফতারের দাওয়াত দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ইফতারের দাওয়াত দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর


রাজবাড়ীর পাংশায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার ইতি (২৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া (বড়পুল) রেল ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

তানিয়া বাবুপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী। জানা গেছে, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহতের বাড়িতে আজ রোজাদারদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন ছিল। তাই রোজাদারদের দাওয়াত দিতে সে বাড়ি থেকে বের হয়েছিল। এ সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তার ৮ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বাবুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমান আলী সরদার বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। পরে নিহতের স্বজনদের ফোন করে জানতে পারি বাবুপাড়া রেল ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার (ওসি) সাফুর আহমেদ বলেন, বিষয়টি এইমাত্র অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।