সারাদেশ

ইয়াবাসহ মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার | কালবেলা

ইয়াবাসহ মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার | কালবেলা


মুন্সীগঞ্জের গজারিয়ায় শীর্ষ মাদককারবারি জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার সময় উপজেলার বালুয়াকান্দি কাজীপাড়া তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াউল হক মুরাদ বালুয়াকান্দি কাজী পাড়ার মৃত ইকরামুল হকের ছেলে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মুরাদ ও তার স্ত্রীকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদককারবারি মুরাদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এতে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানাই। তারা যেন এ ধরনের অভিযান অব্যাহত রাখে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।