সারাদেশ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ শতাধিক পুলিশ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ শতাধিক পুলিশ


ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে ছয় শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে উত্তর অঞ্চলের ঘরমুখো মানুষের যানবাহনের চাপ। একইসঙ্গে রাজধানীর সঙ্গে পশু বহনকারী যানবাহনের চাপে পড়েছে মহাসড়কে।

সারজমিনে দেখা যায়, রাবনা বাইপাস থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড এবং যমুনা সেতু পূর্বপার পর্যন্ত যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানবাহনের জটলা লক্ষ্য করা যাচ্ছে।

কালিয়াতু উপজেলার দুর্গাপুরের আরশাদ জানান, ঈদ আসার আগেই আমার পরিবার যাতে যানজটে না পরে সে লক্ষ্যে তাদেরকে রেখে গেলাম।

তিনি বলেন, এবারে ঈদের আগে দুদিন পেয়েছি। সে দুই দিনে যানজট হওয়ার আশঙ্কায় পরিবারকে বাড়িতে রেখে গেলাম। বিকেলে আবার আমি ঢাকায় রওনা দেব। অপরদিকে আগামী ৬ জুন আবার বাড়িতে আসবো।

তিনি আরও বলেন, টাঙ্গাইল অংশ কোথাও কোনো যানজট নেই তবে কয়েকটি জায়গায় জাতীয় উঠান আমার জন্য যানবাহনের জটলা আছে।

শ্যামলী পরিবহনের চালক আব্দুর রহিম বলেন, যাত্রী ছাড়া খালি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রী আনার জন্য রওনা দিয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, সোমবার থেকে আমাদের ৬ শতাধিক জেলা পুলিশ মহাসড়কে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ৬ শতাধিক পুলিশ ৪টি সেক্টরে ভাগ করে মহাসড়কে দায়িত্ব পালন করবে। এরমধ্যে ৪৩টি প্রিকেট টিম, ২৫টি হোন্ডা মোবাইল ও সব সিনিয়র কর্মকর্তারা সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।