সারাদেশ

উঠান থেকে ৫ বছরের শিশুকে ডেকে নিয়ে যায় যুবক, অতঃপর…

উঠান থেকে ৫ বছরের শিশুকে ডেকে নিয়ে যায় যুবক, অতঃপর…


নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার রুইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক হওয়া যুবক ওই একই এলাকার রনজিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নয়নের শিশু সন্তানের সঙ্গে পাশের বাড়ির অন্য তিন কন্যাশিশু খেলাধুলা করছিল। এ সময় প্রথমে এক শিশুকে জোর করে তার নিজ ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি তাকে কামড় দিলে ছেড়ে দেয়। পরে আরও এক শিশুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে যায়। এ সময় ওই শিশুর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নয়ন জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কালবেলাকে জানান, ভু্‌ক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।