সারাদেশ

এইচএসসির প্রশ্ন বিতরণে অবহেলা, কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি

এইচএসসির প্রশ্ন বিতরণে অবহেলা, কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি


এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিতরণে অবহেলার অভিযোগে রাজধানীর একটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। একইসাথে তার পরিবর্তে নতুন একজনকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ঢাকা-৯ কেন্দ্র (কেন্দ্র কোড-৫১২) নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলা প্রথম পত্র (১০১) বিষয়ের প্রশ্নপত্র বিতরণকালে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাহমুদার বিরুদ্ধে। তিনি ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব হারুনুর রশিদকে কেন্দ্রের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একইসাথে বিষয়টি জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন শিক্ষার্থী।

বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ শুরু হওডন এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।