সারাদেশ

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১


মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও মাদকসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দীপু মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালাম তালুকতারের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে এইচএসসি পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সাথে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারে থাকা দীপুসহ দুজন গাড়ি থেকে বের হলে অটোরিকশাচালকের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দীপু নিজের কোমর থেকে রিভলবার বের করে প্রদর্শন করে। এ সময় পরীক্ষাকেন্দ্রে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ডিউটিরত পুলিশের টিম তাকে তাৎক্ষণিক আটক করার চেষ্টা করলে আসামি দীপু তিন রাউন্ড গুলি করে। এ সময় উপস্থিত পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে।

পরে আসামির কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আসামি বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ থানা হেফাজতে আছে। আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।