সারাদেশ

একযুগ ধরে রাস্তা সংস্কার, চরম দুর্ভোগে কোনাবাড়ী-জরুনবাসী

একযুগ ধরে রাস্তা সংস্কার, চরম দুর্ভোগে কোনাবাড়ী-জরুনবাসী


গাজীপুর সিটি করপোরেশনের অধীন কোনাবাড়ী থেকে জরুন সড়কটির মাত্র দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজ বছরের পর বছর ধরে স্থবির হয়ে রয়েছে। সম্প্রতি শুরু হওয়া সংস্কারকাজের গতি এতটাই ধীর যে, স্থানীয়দের দুর্ভোগ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে।

এ রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের শিল্প কারখানাগুলোর কয়েক লাখ শ্রমিক, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত; সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘ একযুগ ধরে জরুন থেকে কোনাবাড়ী পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। গাজীপুর সিটি করপোরেশন গত এক বছর আগে এ রাস্তাটির সংস্কারকাজ শুরু করলেও এর অগ্রগতি প্রায় নেই বললেই চলে।

পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। রাস্তায় খোঁড়াখুঁড়ি করে তা ফেলে রাখা হচ্ছে দিনের পর দিন, অথচ বিকল্প চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।

তবে ভুক্তভোগীরা ধীরগতির মূল কারণ হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান বৃষ্টিকে দায়ী করছেন। কিন্তু তারা বলছে, অতিবৃষ্টির কারণে কাজ নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রকৃতপক্ষে কাজের প্রতি আগ্রহ এবং দায়বদ্ধতার অভাবই ধীরগতির মূল কারণ।

স্থানীয়রা বলছেন, একযুগ ধরে তাদের চলাচলের প্রধান এই সড়কটি নাজুক অবস্থায় রয়েছে। তারা চান দ্রুত সংস্কারকাজ শেষ হোক, যাতে বছরের পর বছর ধরে চলা দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী কালবেলাকে জানান, রাস্তাটির সংস্কার কাজ নিয়ে আমরা অবগত আছি। আমাদের অর্থসংকট নেই। কাজের ধীরগতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।