সারাদেশ

এক আইড় ৪৮ হাজারে বিক্রি

এক আইড় ৪৮ হাজারে বিক্রি


রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি আইড় মাছ ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ১৬ কেজি। শনিবার (৩১ মে) ভোরে উপজেলার বাহিরচর এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে জেলে হোসাইন মিয়ার জালে।

জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে হোসাইন মিয়া ও তার সঙ্গীরা। পরে জাল গুটিয়ে দেখতে পান বিশাল আকারের একটি আইড় মাছ তার জালে ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে মাছটি তারা নৌকায় তোলেন। পরে বিক্রি করতে আইড়টি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে যান। সেখানে ১৬ কেজি ওজন মেপে দুই হাজার ৯০০ টাকা কেজি দরে ওই আইড়টি বিক্রি করেন জেলে হোসাইন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর এমন আইড় মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই জেলে হোসাইন মিয়ার কাছ থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় মাছটি আমি কিনে নেই। পরে মোবাইল ফোনে ভিডিও কলে যোগাযোগ করে টাঙ্গাইলের এক প্রবাসীর কাছে ৪৮ হাজার টাকায় ওই আইড় মাছটি আমি বিক্রি করেছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।