সারাদেশ

এক ইলিশের দাম ১৫ হাজার

এক ইলিশের দাম ১৫ হাজার


বরগুনার পাথরঘাটা উপকূলের বলেশ্বর নদীর মোহনায় ধরা পড়েছে বিরল প্রজাতির আড়াই কেজি ওজনের রাজা ইলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মাছটি স্থানীয় এক জেলে পাথরঘাটা বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন মার্কেটে নিয়ে আসেন।

জানা গেছে, ভোরের দিকে জোয়ারের সময় মাছটি স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে। পরে তা মোস্তফা আলমের ‘ফিশিং অ্যান্ড মার্চেন্ট’ আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানেই খোলা নিলামের মাধ্যমে স্থানীয় পাইকার হানিফ মিয়া মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

হানিফ মিয়া বলেন, ‘এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এখানকার মাছের স্বাদ অন্য যে কোনো এলাকার তুলনায় অনেক ভালো। এই নদীর ইলিশ দেখতে উজ্জ্বল ও স্বচ্ছ, স্বাদেও অতুলনীয়। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘বলেশ্বর নদীর মোহনায় নির্দিষ্ট সময়ে সঠিক উপায়ে মাছ ধরলে এমন বড় আকৃতির ও উন্নতমানের ইলিশ পাওয়া যায়। এটি আমাদের দেশের মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ দিক।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।