পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে এবার একটি বেসরকারি মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরের পর মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘর এলাকার ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, একটি মোবাইল কোম্পানির দুজন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়রি কিংবা অভিযোগ করেনি।
গেল ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় ৮টি মোবাইল ফোনের টাওয়ার ভাঙচুর ও আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।