সারাদেশ

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় অনুপস্থিত ৪৫৭

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় অনুপস্থিত ৪৫৭


বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসি (সাধারণ) ২৩৬ জন, দাখিলে ১৬১ জন এবং এসএসসি (ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল) ৬০ জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরাফাত হোসেন জানান, প্রথমদিনে ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৪৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া প্রথমদিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এ বছর বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে এসএসসিতে ৩৩ হাজার ২৬৫ জন, দাখিলে ৭ হাজার ২৩০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৩ হাজার ৯৪ জন শিক্ষার্থী। গত বছর ৮০টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৬৮জন পরীক্ষায় অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় এবার এক হাজার ৮৭৯জন পরীক্ষার্থী কমেছে।

নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন এলাকায় ফটোকপি মেশিনও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানিয়েছেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।