জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা কক্সবাজার গেছেন। গুঞ্জন উঠেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির এ নেতারা বৈঠক করেছেন।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে (ফ্লাইট নং- BG-433) এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।
কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন এনসিপির নেতারা হোটেল রয়েল টিউলিপে আছেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেলটিতে ওঠেন তারা।
একটি সূত্র মতে, ওই হোটেলে পিটার হাস অবস্থান করছেন এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে সেই সূত্রের সত্যতা কালবেলা নিশ্চিত করতে পারেনি।
বেলা সাড়ে ৩টার দিকেও হোটেল রয়েল টিউলিপের বাইরে গণমাধ্যমকর্মীরা অবস্থান করছিলেন। বিএনপির কর্মী-সমর্থকদেরও সেখানে দেখা গেছে।
পিটার হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন।