সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু


কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিস্থ সায়মন বিচ পয়েন্টে একসঙ্গে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ জুন) দুপুরে দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছেন বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত কালবেলাকে জানান, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যুবরণ করেন।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।