সারাদেশ

কমলালেবুর আড়ালে সোয়া কোটি সিগারেট আমদানি

কমলালেবুর আড়ালে সোয়া কোটি সিগারেট আমদানি


কমলালেবুর আড়ালে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ মে) তথ্যটি নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র ও উপকমিশনার মো. সাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘কমলালেবুর নামে মিথ্যা ঘোষণা দিয়ে একটি চালান আসে চট্টগ্রাম বন্দরে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চালানটির ৪০ ফুটের একটি কনটেইনার তল্লাশি করে অস্কার ও ল্যামার ব্যান্ডের ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।’

উপকমিশনার সাইদুল জানান, কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। আর সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে। মূলত রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে কমলালেবুর মিথ্যা ঘোষণা এবং জাল নথিপত্র ব্যবহার করে এসব সিগারেট আমদানি করা হয়েছে। এতে প্রায় ৩০ কোটি ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবু থাকার কথা ঘোষণা করেছিল। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের জন্য ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব নেয় দিবা ট্রেডিং লিমিটেড।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।