সারাদেশ

করোনা সংক্রমণ বাড়ায় আইসোলেশন সেন্টার চালু করল চসিক

করোনা সংক্রমণ বাড়ায় আইসোলেশন সেন্টার চালু করল চসিক


চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক পেরিয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চালু করেছে ১৫ শয্যার একটি বিশেষ আইসোলেশন সেন্টার। নগরীর আলকরণ এলাকায় চসিক জেনারেল হাসপাতালের (মেমন হাসপাতাল-২) তৃতীয় তলায় চালু হয়েছে এ সেন্টার।

বৃহস্পতিবার (২৬ জুন) আইসোলেশন সেন্টার ও একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টারের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য আমরা জরুরি ভিত্তিতে এ ব্যবস্থা নিয়েছি। এখানে ১০টি পুরুষ এবং ৫টি নারী রোগীর শয্যা প্রস্তুত আছে। আরও ৫টি শয্যা চালুর প্রস্তুতি চলছে।’

মেয়র বলেন, ‘এ সেন্টারে পর্যাপ্ত অক্সিজেন, চিকিৎসক, নার্স ও সেবাকর্মী রাখা হয়েছে। উপসর্গ দেখা দিলে এখানে এসে র‌্যাপিড টেস্ট করানো যাবে। গুরুতর রোগীদের ভেন্টিলেটর সুবিধাসম্পন্ন হাসপাতালে পাঠানো হবে।’

মেয়র আরও বলেন, ‘অনেকেই এখন জ্বর বা কাশি ছাড়াই শ্বাসকষ্টে ভুগছেন। করোনা শনাক্তের জন্য সচেতনতা জরুরি। সবাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আগেও আমরা সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করেছি, এবারও পারব ইনশাআল্লাহ।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনা আরা বেগম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালি ও ডা. এস এম সারোয়ার আলম।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। তাদের শনাক্ত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন, এভারকেয়ারসহ বিভিন্ন ল্যাবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।