জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
শনিবার (১৪ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সাভার পৌরসভার জামসিং এলাকায় কাঙ্গালিনী সুফিয়ার ভাড়া বাসায় যান। এ সময় শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবায় নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
চিকিৎসা সহায়তা পেয়ে আবেগাপ্লুত কাঙ্গালিনী সুফিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক দিন পর কারও কাছে মনে হলো আমি আপন।’
এ সময় খোরশেদ আলম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। কাঙ্গালিনী সুফিয়া আমাদের দেশের সম্পদ। আজ বিএনপির পক্ষ থেকে তার পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ডের মো. ইয়ার রহমান উজ্জ্বল, ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস খান ও ৮ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। এক সময় যিনি দেশের নানা প্রান্তে গান গেয়ে মানুষকে মুগ্ধ করতেন, আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন।