বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ির কালুখালী জংশনে (ক্রসিং স্টেশন) যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে।
বুধবার (২১ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণের দাবির প্রেক্ষিতে কালুখালী জংশন স্টেশনে ৭৯৫/৭৯৬ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি প্রাথমিকভাবে ২ মিনিট প্রদান করা হয়েছে।
যাত্রাবিরতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক রাজবাড়ি চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কালুখালী জংশন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। এখানে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদনের মাধ্যমে স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো কালুখালীবাসীর। এ খবর ছড়িয়ে পরায় কালুখালী উপজেলাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।