সারাদেশ

কিনব্রিজ দিয়ে চলবে মোটরসাইকেল | কালবেলা

কিনব্রিজ দিয়ে চলবে মোটরসাইকেল | কালবেলা


সিলেটের কিনব্রিজকে পদচারী সেতু করার উদ্যোগ স্থগিত হয়েছে। সিলেট জেলা প্রশাসন দক্ষিণ সুরমা এলাকাবাসীসহ রাজনৈতিক ও পরিবহন নেতাদের প্রতিবাদের মুখে কিনব্রিজ দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাবনা স্থগিত রেখেছে।

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ দিয়ে গাড়ি চলাচল আগে থেকেই বন্ধ রয়েছে। কেবল মোটরসাইকেল চলাচল করত এ সেতু দিয়ে। গত ৯ সেপ্টেম্বর এই সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করার কথা জানিয়েছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন স্তরের জনগণ এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাদের বিরোধিতায় দুই দিনের মাথায় এই সিদ্ধান্ত থেকে প্রশাসনকে সরে আসতে হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কালবেলাকে বলেন, মানুষের দাবির প্রেক্ষিতে এই মুহূর্তে কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হবে না। তবে, শিগগিরই ব্রিজ থেকে ভাসমান হকার উচ্ছেদে অভিযান পরিচালনার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিনব্রিজ সুরমার দুই তীরের জনগণের জন্য যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হবেন।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহন নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য পরিবহন নেতারা কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও এ দাবিকে সমর্থন করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কিনব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন। তবে, হকার উচ্ছেদে শিগগির পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।