সারাদেশ

কিশোরগঞ্জের ছেলের হাতে প্রাণ গেল বাবার

কিশোরগঞ্জের ছেলের হাতে প্রাণ গেল বাবার


কিশোরগঞ্জের ভৈরবে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ ওঠেছে। রোববার (২২ জুন) রাত ২টার দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষাবৃত্তি না ছাড়ায় বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন ছেলে। ক্ষোভে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই নিহত হন বাবা।

নিহত ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (৬৫)। তিনি নরসিংদীর রায়পুরার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়া ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। ছেলেকে নিয়ে ভৈরবপুর উত্তর পাড়া কেবি হাউসে ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ছেলের নাম মোহাম্মদ আল আমিন। তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিনের এক মেয়ে বিয়ে দিয়েছেন। পরিবারে আর কেউ না থাকায় ছেলেকে নিয়ে থাকতেন। ভৈরবপুর উত্তর পাড়ায় ভাড়া বাড়িতে রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখেন তাদের রুম ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পরে সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় বৃদ্ধের মরদেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ও আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার এসআই এহসানুল কবির জানান, রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আল আমিনের বাবা তার অমতে শহরে ভিক্ষাবৃত্তি করত। নিষেধের পর না শোনায় ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বলেন, নিহতের মেয়ে আছিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আল আমিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।